আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন।
View (2,372) | Like (0) | Comments (0)জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।
View (10,285) | Like (1) | Comments (0)যে ঠকায়, সে অন্য জায়গায় ঠকে! যে কাঁদায়, সে অন্য জায়গায় কাঁদে! সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের।
View (11,614) | Like (4) | Comments (0)কারো অতীত না জেনে, তার বর্তমানকে জানো। এই জানাই তোমার জন্য যথার্থ হবে। - (এডিসন)
View (11,171) | Like (0) | Comments (0)অহংকার পতনের মূল, তাই নিজের ভিতরে অহংকার রাখতে চাই না।
View (7,028) | Like (0) | Comments (0)তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।
View (9,989) | Like (1) | Comments (0)যদি তুমি ব্যর্থ হও অর্থ্যাৎ FAIL করো, তাহলে মোটেই হাল ছেড়ে দিও না। কারণ FAIL শব্দটার একটা ভিন্ন অর্থ আছে- First Attempt in Learning অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। - এ. পি. জে. আবদুল কালাম
View (11,114) | Like (6) | Comments (0)সেই ব্যক্তিই অভিশপ্ত। যে মরে যায় অথচ তার খারাপ কাজ গুলো পৃথিবীতে রয়ে যায়।
View (10,782) | Like (2) | Comments (0)সত্য কথা বলে, শয়তানকে অপমান করো।
View (10,616) | Like (3) | Comments (0)বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না। অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না। দুটোই মূল্যহীন।
View (9,866) | Like (1) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now