যে কথা গুলো প্রতিদিন একবার হলেও নিজেকে বলবেন। ১. আমি সেরা। ২. আমি চেষ্টা করলে সবকিছু করতে পারি। ৩. আমার ভবিষ্যৎ উজ্জ্বল। ৪. আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি। ৫. আমি কঠোর পরিশ্রম করব। ৬. কোনো অজুহাত নয়। ৭. আমি মহৎ কিছু করার জন্য জন্মেছি। ৮. অন্যের মতামত আমাকে প্রভাবিত করে না। ৯. জীবন খুব মূল্যবান।
View (14,124) | Like (0) | Comments (0)চাকরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে, হতে হবে উদ্যোক্তা। - ড. মোহাম্মদ ইউনুস
View (12,648) | Like (0) | Comments (0)আপনি যদি কিছু শিখতে চান বা নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই সেরা সময়! গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব... সবই একপ্রকার ফ্রি! তবুও আমরা নানা অজুহাত খুঁজে সময় নষ্ট করি। অজুহাতকে এখনই বিদায় জানান, আর আজ থেকেই নতুন কিছু শেখা আর পড়ার যাত্রা শুরু করুন।
View (12,653) | Like (0) | Comments (0)দুনিয়াতে এখন ও ভালো মানুষ আছে বলেই। এখন ও ভালো মানুষ শব্দটি বেঁচে আছে।
View (4,703) | Like (0) | Comments (0)ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
View (12,595) | Like (0) | Comments (0)ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা- কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই।
View (12,580) | Like (1) | Comments (0)তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে। তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
View (3,015) | Like (0) | Comments (0)◑ স্পর্শে নয় অনুভবেও ◑ ভালোবাসা যায়। ◑ হোক না দূরত্ব তাতে কি আসে যায়।
View (14,742) | Like (0) | Comments (0)নিজের সাথে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটবার পরও ভেঙে পড়তে নেই। নদীর পাড় না ভাঙলে সেই নদী কখনো বড় হয়না! যার জীবন স্মৃতি যত মর্মান্তিক; তার সহনশীলতার স্তম্ভ ততো বেশি মজবুত!❤️?
View (14,676) | Like (0) | Comments (0)কারো বিশ্বস্ত হতে পারা অনেক বড় অর্জন। বিশ্বাস অর্জন করা সামান্য কোনো বিষয় না। আপনি মানুষের কাছে যতবেশি বিশ্বস্ত, মানুষ হিসেবে আপনি ততবেশিই মূল্যবান।??
View (13,719) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now