তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,678) | Like (1) | Comments (0)অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে, নিজেকে বরং উপযোগী করে তোল। যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। - জর্জ বার্নার্ড শ
View (10,218) | Like (0) | Comments (0)নিজেকে ভালোবাসলে বাইরের, অনেক আঘাত হাসি মুখে সামলে নেওয়া যায়।✨?
View (11,279) | Like (5) | Comments (0)আসবে আবার শীতের রাতি, আসবে না'ক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না'ক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,703) | Like (2) | Comments (0)মনুষ্যত্বের পিছনে মানুষ ছোটে না। মানুষ স্বার্থের পিছনে ছোটে। এই শহরে নিজের জন্য নিজেকে বাঁচাতে হবে। না হলে অবহেলায় অপমানে শেষ হয়ে যেতে হবে।
View (11,014) | Like (7) | Comments (0)আমরা কেউই অবহেলিত হতে চাই না! কারণ মানুষের সহজাত প্রবৃত্তি অন্যের দৃষ্টিতে আসতে চাওয়া।
View (10,980) | Like (4) | Comments (0)প্রগতির ধারণা ভবিষ্যতের ভয় থেকে আমাদের রক্ষা করার জন্য। একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া হিসাবে কাজ করে। - ফ্রাঙ্ক হারবার্ট
View (11,137) | Like (1) | Comments (0)তোমার বিপদের দিনে। যে নিরপেক্ষ অথবা চুপ থাকে। তাকে কোনদিন বন্ধু ভেবোনা।
View (10,421) | Like (1) | Comments (0)সবচেয়ে কষ্টের ব্যাপার হলো। যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটিই আজ অবহেলা করে।
View (11,081) | Like (5) | Comments (0)নারী যখন কন্যা - তখন সে রহমত।? নারী যখন বোন - তখন সে নিয়ামত।? নারী যখন স্ত্রী - তখন সে আমানত।? নারী যখন মা - তখন সে জান্নাত।? Respect নারী।❤️❤️
View (12,077) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now