স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (9,823) | Like (1) | Comments (0)আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (10,089) | Like (1) | Comments (0)পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা.!❤️
View (9,616) | Like (1) | Comments (0)স্বাস্থ্য ঠিক রাখবার জন্য নিয়মিত ঘুম ও পরিমিত ভাবে ব্যায়াম করা।
View (3,381) | Like (6) | Comments (0)কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে। কিছু কাজের মাধ্যমে। কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে, যখন প্রিয় মানুষটি অবহেলা করে।
View (10,457) | Like (5) | Comments (0)ভবিষ্যত হলো সেই সকল কিছুর ফলাফল যা আমরা আজ এখন করছি। — পেমা চোদ্রন
View (10,303) | Like (3) | Comments (0)সঠিক সময়ে, সঠিক ডিসিশন না নেওয়া। একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে।
View (10,337) | Like (4) | Comments (0)অতীত ছাড়া ভবিষৎ থাকতে পারে না তাই, অতীত যাই হোক না কেন, ভবিষৎ হোক উজ্জ্বল ও দাগহীন।
View (10,161) | Like (2) | Comments (0)প্রতিদিন কিছুটা সময়... শুধুই নিজের জন্য বরাদ্দ রাখা।
View (10,424) | Like (3) | Comments (0)সমাজে ছোট এবং অবহেলিত হিসেবে গণ্য হওয়া মানে, ছাই থেকে বেড়ে ওঠার ইঙগিত।
View (3,503) | Like (5) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now