আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো-মন্দ বিচার করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।
View (10,111) | Like (1) | Comments (0)হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবই তোমার উপর নির্ভর করে।
View (10,660) | Like (1) | Comments (0)প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। - (এ পি জে আবদুল কালাম)
View (8,379) | Like (1) | Comments (0)তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চই পারবে, এবং অভ্যাসই তোমার ভবিষ্যত পরিবর্তন করে দেবে। - এ. পি. জে. আবদুল কালাম
View (10,845) | Like (7) | Comments (1)আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়।
View (9,577) | Like (0) | Comments (0)বৃষ্টির সময়ে সমস্ত পাখিরা আশ্রয়ের খোঁজ করতে থাকে কিন্তু ঈগল আকাশের এতই উপর দিয়ে উড়ে যায় যে বৃষ্টি তাকে একফোঁটা ছুতেও পারে না - সেই রকমই জীবনে সমস্যা আসা একটি সাধারণ ব্যাপার, যেখানে আপনার মনোভাবই সমস্ত পার্থক্যের সৃষ্টি করতে পারে।
View (9,561) | Like (1) | Comments (0)আপনি যত ব্যাক্তিত্ববান মানুষই হন না কেন! যতক্ষন আপনার মন ভালো না থাকছে! ততক্ষণ আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না।
View (11,453) | Like (1) | Comments (0)যে ব্যক্তি সময়কে ঠিকমত ব্যবহার করতে পারে না, সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে।
View (5,107) | Like (0) | Comments (0)জীবন এক সময় এই ভাবে ফুরিয়ে যাবে।
View (5,644) | Like (0) | Comments (0)আপনি যদি আপনার জীবন নিয়ে, পরিকল্পনা না করেন। তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন। এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছেন।
View (5,320) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now