স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে-বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (11,636) | Like (1) | Comments (0)দুনিয়ার সবচেয়ে পিওর থিং হচ্ছে রিজিক।রিজিকে থাকলে উড়ে আসবে, রিজিকে না থাকলে দৌড়েও ধরা যাবেনা।❤
View (1,624) | Like (0) | Comments (0)প্রমিস ডে তে প্রমিস হোক নিজের কাছে! আবেগ কমাতে হবে! লাইফে কাকে দরকার,কাকে দরকার নাই সেটা বুঝতে শিখতে হবে! ভুল মানুষ কে আর প্রায়োরিটি দেওয়া হবেনা। বোকামি করা কমাতে হবে,অতীতের বোকামি থেকে শিক্ষা নিতে হবে। মনে 'জিদ' রাখতে হবে। আর অবশ্যই 'ভালো' থাকতে হবে! ❤️
View (24,454) | Like (0) | Comments (0)খারাপ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনটাই করা উচিত নয়! কেননা কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়। আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয়!
View (13,508) | Like (1) | Comments (0)ভবিষ্যত হলো সেই সকল কিছুর ফলাফল যা আমরা আজ এখন করছি। — পেমা চোদ্রন
View (12,022) | Like (3) | Comments (0)আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
View (11,426) | Like (0) | Comments (0)তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা! একজন মানুষ কে, সুস্থ, ধনী ও জ্ঞানী করে তোলে।
View (1,708) | Like (0) | Comments (0)তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
View (11,792) | Like (1) | Comments (0)জীবন হচ্ছে জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম!
View (1,302) | Like (0) | Comments (0)কাউকে এতটা আঘাত করো না! যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর, ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়।
View (12,947) | Like (3) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now