যে প্রোগ্রামিং ভাষা জানলে অন্য প্রোগ্রামিং এ মুভ করা যায়
যে প্রোগ্রামিং ভাষা জানলে অন্য যে কোন প্রোগ্রামিং ভাষা সহজে মুভ করতে পারবেন সেই সম্পর্কে নিন্মে উপস্থাপন করা হল।
পোগ্রামিং ভাষা বর্তমান প্রজন্মের অন্যতম টপিক। বর্তমানে এর চাহিদা যেমন ব্যাপক বাড়তেছে ঠিক তেমনি প্রতিযোগি ও বাড়তেছে দিন দিন।
বর্তমানে যত গুলো পোগ্রামিং ভাষা আছে, একটা সময়ে এতো ভাষা ছিলোনা, তাই ঐ সময়কার প্রোগ্রামাররা একটা পোগ্রামিং ভাষা রেখে অন্য ভাষার মুভ করার চিন্তাও করতেন না।
যেহেতু সি পোগ্রামিং কে মাদার ল্যাংগুয়েজ সাথে তুলনা করা হয়। তাই সহজেই বলা যায়। একমাত্র সি পোগ্রামিং ল্যাংগুয়েজ জানা থাকলে আপনি অন্য যেকোনো পোগ্রামিং ল্যাংগুয়েজ এ সহজে মুভ করতে পারবেন।
Follow Us Google News