Tech Bangla
Public | 19-Apr-2025

বর্তমানে AI এর বিকল্প কি?

বর্তমানে AI এর বিকল্প একটাই, আর তা হলো আপনাকে আধুনিকতা বাদ দিয়ে আমাজন জংগলে গিয়ে আদিম মানুষের মত জীবনযাপন করবেন। আর যদি টা না পারেন তাহলে আধুনিক AI ফ্রি টুলস দিয়ে আপনার কাজকে আরও সহজ, স্মার্ট ও দ্রুত করতে নিচে ৫০টি অসাধারণ ফ্রি AI টুলের তালিকা দেওয়া হলো — একবার ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন এদের ম্যাজিক! --- ১-১০: লেখালেখি ও ডিজাইনে সহায়ক ১. ChatGPT – যেকোনো প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর দেয়। ২. Canva AI – ডিজাইন ও কনটেন্ট সাজানোর জন্য আদর্শ। ৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও বানায়। ৪. Copy.ai – মার্কেটিং ও ব্লগ কন্টেন্ট লেখে। ৫. Jasper AI – কপি রাইটিং ও ইমেইল লেখায় সহায়ক। ৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে ঠিক করে। ৭. Quillbot – লেখাকে সুন্দরভাবে রি-রাইট করে। ৮. Synthesia – AI এভাটারে ভিডিও তৈরি করে। ৯. Looka – লোগো ও ব্র্যান্ডিং ডিজাইন টুল। ১০. Remove.bg – এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। --- ১১-২০: গ্রাফিক্স, ভিডিও ও স্লাইড মেকিং ১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে। ১২. Durable – সেকেন্ডেই ওয়েবসাইট বানায়। ১৩. SlidesAI – লেখা থেকে প্রেজেন্টেশন তৈরি করে। ১৪. Runway ML – ভিডিও এডিটিং ও ভিজ্যুয়াল এফেক্টে কাজ করে। ১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন বানায়। ১৬. Notion AI – নোট, টাস্ক ও রাইটিংয়ে সহায়ক। ১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড শব্দ সরায়। ১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস সরায়। ১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু। ২০. Soundraw – AI দিয়ে মিউজিক তৈরি করে। --- ২১-৩০: ভয়েস, মিউজিক ও ভাষা রূপান্তর ২১. Beatoven – ভিডিও বা পডকাস্টের মিউজিক বানায়। ২২. Voicemod – ভয়েস চেঞ্জে ব্যবহার হয়। ২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও বানায়। ২৪. Descript – টেক্সট দিয়ে ভিডিও এডিট করে। ২৫. Kaiber – ভিডিও অ্যানিমেশন তৈরি করে। ২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে ডিজিটাল ফর্মে আনে। ২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস তৈরি করে। ২৮. Heygen – ফেস ও ভয়েস দিয়ে ভিডিও বানায়। ২৯. Writesonic – কপি ও কনটেন্ট রাইটিং টুল। ৩০. Play.ht – লেখা থেকে ভয়েস তৈরি করে। --- ৩১-৪০: কন্টেন্ট ট্রান্সফর্ম ও SEO ৩১. Papercup – ভিডিওর ভয়েস ডাবিং করে। ৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প তৈরি করে। ৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ বানায়। ৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরায়। ৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব বানায়। ৩৬. Midjourney – টেক্সট কমান্ডে ইমেজ তৈরি করে। ৩৭. TinyWow – PDF, ডক, ভিডিও এডিটিং টুলস। ৩৮. ChatPDF – PDF পড়ে সারাংশ দেয়। ৩৯. Scalenut – SEO কনটেন্ট প্ল্যান করে। ৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একত্রে। --- ৪১-৫০: ট্রান্সলেশন, ডেটা ও ওয়েব টুলস ৪১. DeepL – প্রফেশনাল মানের অনুবাদ দেয়। ৪২. OpenArt – AI আর্ট তৈরি করে। ৪৩. NameSnack – বিজনেস নাম সাজেস্ট করে। ৪৪. Tidio – ওয়েবসাইটের জন্য AI চ্যাটবট। ৪৫. FormX.ai – ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে। ৪৬. Murf.ai – ভয়েসওভার প্রফেশনালি তৈরি করে। ৪৭. Zyro AI Writer – ওয়েব কনটেন্ট লেখায় উপযোগী। ৪৮. Hugging Face – বিভিন্ন NLP ও AI টুলস হোস্ট করে। ৪৯. Adobe Firefly – AI দিয়ে চমৎকার ডিজাইন বানায়। ৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে। --- এই AI টুলগুলো দিয়ে আপনি — ✔ সময় বাঁচাতে পারবেন ✔ কাজের মান বাড়াতে পারবেন ✔ এবং খরচ কমিয়ে আউটপুট বাড়াতে পারবেন! --- #AITools #FreeAITools #ProductivityBoost #TechForWork #SmartWork #AIinBengali #DigitalTools #WorkFaster #ContentCreation #DesignWithAI #VoiceAI #VideoAI
Follow Us Google News
View (282) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now