FewLook.Com
Few Look
Active. Public.

বর্তমান সমাজের প্রেম ভালোবাসার প্রেক্ষাপট

বর্তমান সমাজের প্রেম ভালোবাসার প্রেক্ষাপট - FewLook
বর্তমান সামাজের প্রেক্ষাপটে একটা প্রশ্ন মনে জাগে?

কাকে বিয়ে করবেন?
শতকরা ৫ জন মেয়ে এমন খুঁজে পাওয়া যাবে না। যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে, এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে, আমি তোমাকে সেই সতিত্ব আজ উপহার দিলাম। 

যেই সতিত্বে কলংকের কোন দাগ লাগে নাই। আমি তোমাকে এমন একটি পবিত্র দেহ আজ উপহার দিলাম। যেই দেহতে অতীত জীবনে কোন পর-পুরুষের হাত লাগে নাই।

তাই তো বলি বর্তমান যুগে বউ পাওয়া সহজ। কিন্তু সত্যি একজন নারী পাওয়া বড়ই কঠিন।

কারোও খারাপ লাগলে ক্ষমা করবেন। তাও কিছু মানুষ ছেলেদের দোষ দিবে। মেয়েরা সুযোগ না দিলে কোন ছেলের বাপের ক্ষমতা নাই যে, মেয়েদের স্পর্শ করবে বিয়ের আগে।

সুতরাং এই ছিল বর্তমান সমাজের প্রেম ভালোবাসার প্রেক্ষাপট।
Follow Us Google News
View (2338) Like (3)
Comment Box