১৮৯০ সালে রমনা রেসকোর্স ময়দান

১৮৯০ সালে তোলা ছবিতে রমনা রেসকোর্স ময়দান। একসময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে একে রমনা রেস কোর্স এবং তারপর রমনা জিমখানা হিসেবে ডাকা হতো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনও কখনও ঢাকা রেস কোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান।