মানুষের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়ে গেল
ইতিমধ্যেই এই খবরটি অনেকেই দেখে নিয়েছেন...! ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি কোনো মানবী নন, তিনি এক এ আই।
আজ এক ঐতিহাসিক দিন ভারতের বুকে। ওড়িশা টিভি তাদের নিউজ অ্যাংকর হিসেবে দায়িত্ব দিয়েছে এই এ আই কে। এর নাম দেওয়া হয়েছে লিসা।
এখন মূলত ওড়িয়া আর ইংরেজি ভাষায় সংবাদ পাঠ করছে লিসা। তবে ভবিষ্যতে আরোও ভালো করে ভাষা শেখানো হবে লিসাকে, তখন আরোও নানান অনুষ্ঠান সঞ্চালনা করবে লিসা।
কিছুদিন আগেই Artificial Intelligence নিয়ে লিখেছিলাম কয়েকটা কথা। চ্যাট জিপিটি নিয়ে খুব আলোচনা চলছে বহু ক্ষেত্রে।
আজ সত্যিই দেখা যাচ্ছে, মানুষের বিকল্প হিসেবে রোবটের ব্যবহার শুরু হয়ে গেল। কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন ঘটে গেল ভারতের বুকে, মানুষের বিকল্প হয়েই সংবাদ পাঠ করছে এ আই লিসা।
বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমানে আজ বিস্ময়কর জায়গায় পৌঁছে গেছে। জয় আধুনিক বিজ্ঞান। চিরচেনা পৃথিবীটা এবার বদলে যাবে খুব দ্রুত গতিতে।
Follow Us Google News