Public | 24-May-2025

সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি কেন?

যে কারনে সফলতার জন্য বারবার ব্যর্থতাও জরুরি তাই নিচে তুলে ধরা হল। ✒ ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট (MrBeast), যার ইউটিউবে ৩৯ কোটির বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাকে ভাইরাল হবার আগে ৪৫৫টির মতো ভিডিও বানাতে হয়েছিল। যেগুলো তেমন কেউ দেখেনি, তেমন কেউ পাত্তা দেয়নি। কিন্তু তিনি আসলে থেমে থাকেননি। আগের ভিডিও বানানোর এক্সপেরিয়েন্স বা ব্যর্থতা থেকে শিখে... প্রতিনিয়ত তিনি বেটার হবার চেষ্টা করেছেন। এরপরেই এসেছে আজকের এই ম্যাজিক। মজার ব্যাপার হচ্ছে, রিসেন্টলি তিনি দুনিয়ার সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার হয়েছেন। ✒ বিখ্যাত উদ্যোক্তা জ্যাক মা জীবনে ৩০টির বেশি চাকরির আবেদন করেছিলেন। আর প্রত্যেকটি থেকেই তাকে রিজেক্ট করা হয়েছিলো। এমনকি KFC-তেও তার চাকরি হয়নি। পরে যখন তিনি 'আলিবাবা' শুরু করেন, তখনও অনেকেই বলেছিল... ❝এটা কখনোই চলবে না। তবে হাল ছাড়া না আর লেগে থাকার জন্য, বর্তমানে তিনি চীনের অন্যতম ধনী একজন মানুষ।❞ ✒ Rovio Entertainment, এই নামটা হয়তো অনেকেই চেনেন না। কিন্তু তাদের বানানো Angry Birds গেমটি চেনে সারা দুনিয়া। তাদের এই সাফল্যের আগে ছিল ৫১টি ব্যর্থ গেম। ৫২তম গেম ছিল Angry Birds, যা বিশ্বজুড়ে হিট হয়। তাদের ৫১টি চেষ্টা কেউ মনে রাখেনি, কিন্তু ১টি সফলতাই ইতিহাস তৈরি করে ফেলেছে। মনে রাখবেন, সাফল্য হঠাৎ আসে না। প্রতিটি ব্যর্থতাই আসলে সফলতার একটি ধাপ। যারা হাল ছাড়ে না! বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়! একদিন ঠিকই তারাই ইতিহাস লেখে।
Follow Us Google News
View (28,122) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform