Public | 11-Jun-2022

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!

সমবয়সী কাউকে কেন বিয়ে করবেন!
বিয়ে করতেছেন একটু ভাবুন?
আপনার বয়স যখন ৩০ বছর, তখন আপনি ১৪/১৫ বছরের একটা মেয়েকে বিয়ে করছেন। বয়সের তফাত টা একবার চিন্তা করলেন না। একটু চিন্তা করে দেখুন...

আপনি ২০ বছর পর যখন ৩০ থেকে ৫০ বছরে যাবেন, তখন আপনার sxual ability কতটা থাকবে?

At that time
আর তখন আপনার বউ ১৪ থেকে ৩৪ বছরে যাবে তখন তার s*xual ability কতটা হবে?

একবার ও ভেবে দেখছেন না!

আপনার যখন যৌবন ফুরায় যাবে তখন আপনার বউ যৌবনের সাগরে ভাসবে।

বিয়ে করেন। কিন্তু বয়সের এতটা Difference কেনো।

শুধুমাত্র বয়সের এতটা Difference.
এর জন্য আজ সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে।

বিয়ের ক্ষেত্রে বয়সের এত পার্থক্য সংসার জীবনের উপরও প্রভাব ফেলে।

আপনার ৩০ বছরের জ্ঞান আর তার ১৪ বছরের জ্ঞান কখনই সমান হবে না।

যদি সুখের বিয়ে করতে চান অবশ্যই নিজের সমান কাওকে বিয়ে করুন। অথবা ৪-৫ বছরের পার্থক্য করুন, এর বেশি না।।

আর একটা বিষয় আপনার বউ আপনার চেয়ে বয়সে বড় হলে কোনো সমস্যা নেই।পরকীয়ায় জড়াবে না।।

এমন মন মানসিকতা কেন আজ আপনাদের!

আপনি অনার্স মাস্টার্স শেষ করে Job পেয়ে বিয়ের জন্য খুজবেন ক্লাস ৯/১০ এর মেয়ে।।

যে সব মেয়েরা অনার্স মাস্টার্স পড়ছে বা শেষ করেছে তাদের কে বিয়ে করুন সুখে থাকবেন। ইনশাআল্লাহ 

বিয়ের ক্ষেত্র এই বয়সের Difference টা ত্যাগ করা উচিত এবং same age বিয়ে করার চেষ্টা করা উচিত।।

সমবয়সী কাউকে বিয়ে করুন। বন্ধুর জায়গাটাও পূরণ হবে।?
Follow Us Google News
View (11,566) | Like (3) | Comments (0)
Like Comment
Comment Box