যত্ন না নিলে মানুষও এরকম বিলীন হয়ে যায়। ছোট এই নদীটির দৃশ্য যেমন সুন্দর, তেমনি করুণও। একসময়ের প্রখর স্রোতের নদী এখন শুধুই একটি নাম হয়ে আছে। নেই তার জৌলুশ কিংবা খ্যাতি। বি.দ্র: নদীটির নাম অজানা।
View (14,717) | Like (0) | Comments (0)নিজে সৎ থাকুন! অন্তত দিন শেষে আপনি সৎ ছিলেন, এটা ভেবেও শান্তি পাবেন; কারণ, অসৎ মানুষের শেষটা সুন্দর হয় না!??
View (13,426) | Like (0) | Comments (0)টাকা হলে নাকি মানুষ পাল্টে যায়? আমার কিন্তু কখনোই এমন মনে হয় নাই। বরং মনে হয়েছে টাকা হলেই আসল মানুষটাকে দেখা যায়। টাকাই মানুষকে নিজের মত থাকার স্বাধীনতা দেয়। যে দয়ালু সে দয়া দেখানোর সুযোগ পায়। যে নিষ্ঠূর সে নিষ্ঠূরতার লাইসেন্স নেয়। টাকা না থাকলেই বরং মানুষ সব সময় একটা মুখোশ পরে থাকে সারভাইব করার জন্য। কিন্তু পাবলিক বুঝে উল্টা।
View (15,758) | Like (0) | Comments (0)চাকরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে, হতে হবে উদ্যোক্তা। - ড. মোহাম্মদ ইউনুস
View (12,646) | Like (0) | Comments (0)❝স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা❞ ❝ভালো থাকে তারাই যারা অভিনয়ের সেরা❞
View (12,881) | Like (1) | Comments (0)বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়! কারণ মানুষ উপকারীকে মনে রাখে না৷
View (6,164) | Like (0) | Comments (0)গন্তব্য যতই উঁচুতে হোক নাকেনো কেন?? পথ সবসময় পায়ের নিচেই থাকে!❤️
View (12,576) | Like (1) | Comments (0)একটা মুভিতে দেখছিলাম, বাস্তবে দেখব কখনো ভাবিনি!
View (12,710) | Like (0) | Comments (0)মনে রাখবেন, যে অন্যের দোষ আপনাকে বলে। সে অবশ্যই আপনার দোষও অন্যকে বলে।
View (15,313) | Like (0) | Comments (0)নির্দিষ্ট একটা বয়স পার হলেই বুঝবেন,সারাদিন বাসায় শুয়ে-বসে আরাম করাটাও এক প্রকার উৎসব।
View (139) | Like (0) | Comments (0)Fewlook is a world wide social media platform
Install FewLook Android Application
PlayStore Free Download Available
Install Now