একজন ভালো জীবনসঙ্গী বৈশিষ্ট্য

একজন ভালো জীবনসঙ্গী বৈশিষ্ট্য নিন্মে উপস্থাপন করা হল। ০১) একজন ভালো জীবনসঙ্গী সে আপনার ঈমান বাড়াতে সাহায্য করবে। ০২) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে আরো ধার্মিক করে তুলবে। ০৩) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। ০৪) একজন ভালো জীবনসঙ্গী সে আপনারা সব দায়িত্ব ঠিক ভাবে পালন করবে। ০৫) একজন ভালো জীবনসঙ্গী সে আপনার যত্ন ঠিক মতন নিবে। ০৬) একজন ভালো জীবনসঙ্গী সে আপনার পাশে সব সময় থাকবে। ০৭) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে দুনিয়াতে দ্বীন পালন করতে সাহায্য করবে। ০৮) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে ইহকাল ও পরকালে চাইবে। ০৯) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে বিশ্বাস করে। ১০) একজন ভালো জীবনসঙ্গী সে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সঠিক পথে দেখাবে। সুতরাং এই ছিল একজন ভালো জীবনসঙ্গী বৈশিষ্ট্য।
View (1371)
Like (3)