অল্প বয়সে বিয়ে করার উপকারিতা

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা নিন্ম উপস্থাপন করা হল। ০১) লজ্জা স্থানের হেফাজত হয়। ০২) চোখর গুনাহ থেকে হেফাজত করেন। ০৩) তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ০৪) ঈমান পরিপূর্ণ হয়। ০৫) অসুস্থতা দূর হয়। ০৬) ইবাদাতে মজা পাওয়া যায়। ০৭) আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ০৮) মানসিক শান্তি পাওয়া যায়। ০৯) মেজাজ ঠান্ডা থাকে। ১০) যৌবনের ক্ষুধা মেটাবে। সুতরাং এই ছিল অল্প বয়সে বিয়ে করার উপকারিতা।