Bangla Recipe
Public | 14-Mar-2025

হাঁসের ডিমের বাদশাহী কারি তৈরী করার রেসিপি।

হাঁসের ডিমের বাদশাহী কারি তৈরী করার রেসিপি নিচে উপস্থাপন করা হল। ❍ ৫ টা হাঁসের ডিম সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে, ছুরি দিয়ে গায়ে কয়েকটা আঁচড় দিয়ে দিতে হবে। ❍ ২ টো পেঁয়াজ, ৪-৫ টা কাঁচালঙ্কা, ১ টা টমেটো, ২ টেবিল চামচ সাদা তিল, ৫-৬ টা কাজুবাদাম, অল্প জল দিয়ে বেটে নিতে হবে। ❍ কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করে সেদ্ধ করা হাঁসের ডিমগুলো দিয়ে ১/২ চা চামচ নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ❍ ১ টা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ২ টো এলাচ, ৪ টে লবঙ্গ, ১ টা শুকনো লঙ্কা, ১/৪ চা চামচ গোটা জিরে, ফোড়ন দিতে হবে। ❍ বেটে রাখা মশলা দিয়ে কিছুক্ষন ভালোভাবে কষিয়ে নিতে হবে। ❍ ১ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ টক দই দিয়ে কষিয়ে নিতে হবে। ❍ ১ কাপ জল, স্বাদ মতো নুন, ১/২ চা চামচ চিনি, ডিমগুলো দিয়ে 10 -12 মিনিট মাঝারি আঁচে ফোঁটাতে হবে। ❍ ১ টেবিল চামচ কসৌরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিতে হবে এবং গ্রেভির উপর ছড়িয়ে দিতে হবে। শেষে ধনেপাতা কুঁচিয়ে ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Follow Us Google News
View (7,933) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now