তরমুজ ব্যাবসায়ীরা ফেরাউন এর উত্তরসুরি

ফেরাউন ছিল তরমুজ ব্যাবসায়ী। পিচ হিসাবে কিনতো আর কেজি হিসাবে বিক্রি করতো। পঁচাইয়া ফালাইতো তবু অল্প লাভে বিক্রি করতো না। দাম বেশি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকতো। ফেরাউন জীবিত না থাকলেও, ফেরাউনের উত্তরসুরি তরমুজ ব্যাবসায়ী এখনো জীবিত আছে। এই হলো তরমুজ ব্যাবসায়ীদের জীবন্ত উদাহরণ।