Bangla Express
Public | 05-Jan-2024

ভূমি বিষয়ক তথ্যাবলী

ভূমি বিষয়ক তথ্যাবলী সবার জানা জরুরী ।। ১ কাঠা = ৭২০ বর্গফুট। ১ কাঠা = ৮০ বর্গগজ। ১ কাঠা = ১.৬৫ শতাংশ। ১ কাঠা = ১৬ ছটাক। ২০ কাঠা = ১ বিঘা। ৬০.৫ কাঠা = ১ একর। ========================= ১ একর = ১০০ শতাংশ। ১ একর = ৩ বিঘা ৮ ছটাক। ১ একর = ৬০.৫ কাঠা। ========================= ১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট। ১ বিঘা = ১৬০০ বর্গগজ। ১ বিঘা = ২০ কাঠা । ১ বিঘা = ৩৩ শতাংশ। ========================= ১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি। ১ শতাংশ = ১০০ অযুতাংশ। ৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট । ১০ শতাংশ = ৬ কাঠা। = ৪৩৫৬ বর্গফুট । ========================= ১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি। ১ ছটাক = ৪৫ বর্গফুট। ========================= চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী। ১ কানি = ১৬,৯৯০ বর্গফুট। ১ কানি = ৩৯ শতাংশ। ১ কানি = ২৩.৫ কাঠা। ১ কানি = ২০ গন্ডা। ========================= ১ গন্ডা = ৮৭১ বর্গফুট। ১ গন্ডা = ২ শতাংশ। ১ গন্ডা = ১.২১ কাঠা। ২০ গন্ডা = ১ কানি । ========================= কানিঃ কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি কাচ্চা কানি : ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়। সাই কানিঃ এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়। কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা ২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর ১ কানি = ১৭২৮০ বর্গফুট ১ কানি = ১৯৩৬ বর্গগজ ১ কানি = ১৬১৯ বর্গমিটার ১ কানি = ৪০ বর্গ লিঙ্ক ১ একর = ১০ বর্গ চেইন ১ একর = ১০০ শতক ১ একর = ৪,০৪৭ বর্গমিটার ১ একর = ৩ বিঘা ৮ ছটাক ১ একর = ৬০.৫ কাঠা ১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট বিঘা-কাঠার হিসাব ১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত ১ বিঘা = ২০ কাঠা ১ কাঠা = ১৬ ছটাক ১ ছটাক = ২০ গন্ডা উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো। * ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ স্কয়ার বর্গফুট। * ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ স্কয়ার বর্গফুট। * ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট। এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য। আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন – * আপনি যদি ৯০০ স্কয়ার বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ স্কয়ার বর্গফুট। * আর যদি ১২০০ স্কয়ার বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন। * ১৬০০ স্কয়ার বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ স্কয়ার বর্গফুট।
Follow Us Google News
View (41,545) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now