অনলাইন সংসারের সুবিধা
অনলাইন সংসারের সুবিধা গুলো নিন্মে উপস্থাপন করা হল।
০১) অনলাইন সংসারে চাল ডাল কেনার ঝামেলা থাকে না।টাকা বেচে যায়।
০২) চাইলে ইউরোপ কান্ট্রির মতো মেসেঞ্জার, ইমু, হোয়াট সাবে ঘুরে আসা যায়। ঝামেলা ছাড়া। সময় বেচে যায়।
০৩) কারো সাথে পরিচয় করিয়ে দেওয়ার ঝামেলা থাকে না। কেও জানতে চাইলে সহজে বলা যায় Fb Friend. এতে মান সম্মানের বিঘ্ন ঘটে না।
০৪) টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখার ঝামেলা থাকে না। ইউটিউবের link দিলেই সিনেমা দেখা যায়।
০৫) পার্কে রেস্টুরেন্টে যেয়ে একে অপরকে দেখার জন্য টাকা খরচ না করে Video Call মুহূর্তে দেখা করা যায়।
০৬) দুই জনের মধ্যে একজন অসুস্থ হলে রাত জেগে বসে থাকতে হয় না।একটা ফোন দিয়ে খবর নিলেই হয়ে যায়
০৭) সবচেয়ে বড় কথা হলো। অনলাইন সংসারে সব কিছু সহজে গোপন করা যায়।
সুতরাং এই ছিল অনলাইন সংসারের সুবিধা।
Follow Us Google News