যেটুকু আপনার জন্য বরাদ্দ আছে সেটুকু সঠিক কাজে লাগাতে
আপনাকে যদি ৮৬,৪০০ ডলার দিয়ে বলা হয়!একদিনে খরচ করে ফেলুন।
আপনি নিসন্দেহে সেটা খরচ করে ফেলবেন, তাই না?
এর থেকেও শতগুণ দামি সম্পদ প্রতিদিন আপনাকে দেয়া হচ্ছে! ২৪ ঘন্টায় খরচ করবার জন্য। সেটার নাম সময়।
একদিনে থাকে ৮৬,৪০০ সেকেন্ড। এবং প্রতিদিন আপনি সেটা ব্যয় করছেন।
যিনি এই সময় আপনাকে গিফট করছেন সেই সৃষ্টিকর্তাকে দমে দমে কৃতজ্ঞতা জানান।
আর তারপর লেগে যান। জীবনের বাকি সময় যেটুকু আপনার জন্য বরাদ্দ আছে সেটুকু সঠিক কাজে লাগাতে।
Follow Us Google News