লাগাতার পরিশ্রমে একদিন অঙ্কুরিত হবে সফলতার বীজ
সফল হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কেউ গুরত্ব দেবে না! কেউ ভালবাসবে না! প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবে।
সফলতা অর্জন করার পর ভালবাসার মানুষের অভাব থাকবে না। তখন বলবে আমি জানতাম তুই পারবি এটাই হচ্ছে বাস্তবতা।
তাই সফল হওয়ার আগ পর্যন্ত। নিজেকে নিজেই ভালবাসতে হবে। নিজের কাজকে ভালবাসতে হবে। দাঁতে দাঁত চেপে জেদ করে লেগে থাকতে হবে উদ্দেশ্য পুরণের আশায়।
লাগাতার পরিশ্রম করে যেতে হবে। সেই পরিশ্রমের এবং প্রচেষ্টার লোনা পানি থেকেই একদিন অঙ্কুরিত হবে সফলতার বীজ।
Follow Us Google News