Public | 09-Jan-2025

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!

কেন চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!
এই যে এমন করে চোখে কাজল দিয়ে আমার সামনে এসে দাঁড়াও। ও চোখে তাকানোর সাহস যে আমার হয় না!চোখের দিকে তাকাতেই কেমন মনটা আনচান করে ওঠে!

বুক ধরফর করে,দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়,হাত পা কেঁপে ওঠে,নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়!

ঐ যে,
কাজল পরে যখন আমার চোখে চোখ রাখো; আর তখন চোখ জোড়া কেমন জলে ছলছল করে! বড্ড মায়া লাগে তখন, জানো তো?

শাড়ির কথা না হয় আজ বাদই দিলাম।
চোখে কাজল পরলে আমার সত্যিই তোমার চোখের দিকে তাকানোর সাহস হয় না!

এত মায়া কেন তোমার চোখে?

তোমার জলে ছলছল করা কাজল চোখের দিকে তাকিয়ে আমি সৃষ্টিকর্তার প্রশংসা না করে পারি না!
উনি কত যত্ন করে তোমার চোখে এমন মায়া ঢেলে দিয়েছে, বলো তো.....

যে মায়ায় পড়ে আমি সীমা লঙ্ঘনের দুঃসাহস দেখাতে গিয়ে বারবার শুধু ভেস্তে যাই!

এই যে চোখে কাজল পরে আমার সামনে দাঁড়াও;
তুমি জানো না বুঝি?
❝চোখে কাজল পরা মেয়েদের চোখে ভয়ংকর মায়া থাকে!❞

আর সে মায়ায় একবার যে পড়েছে, সে আর নিজেকে ফিরে পায়নি কখনো!
Follow Us Google News
View (99,829) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box