যে ধাপ গুলো অনুসরণ করে একজন প্রোগ্রামার হওয়া যায়
যে ধাপ গুলো অনুসরণ করে একজন প্রোগ্রামার হওয়া যায় তাই নিন্মে উপস্থাপন করা হল।
০১) অনেকে মনে করে ভালো প্রোগ্রামার হতে হলে সিএসই ব্যাকগ্রাউন্ডের হতেই হবে। এমন কোনো কথা নেই। চেস্টা আর পরিশ্রম করলে যে কেউ প্রোগ্রামার হতে পারে।
০২) সব শেখার দরকার নেই। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু একটু শেখার চেয়ে না করে। একটা বা দুইটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখাটা বেশি ভালো।
০৩) প্রব্লেম সলবিং দক্ষতা থাকতে হবে। আর সব সময় দেখে দেখে না করে নিজে থেকে কোড বুঝে করতে হবে।
০৪) একটা জিনিস মনে রাখবে, তুমি কি হতে চাও বা কোন ফিল্ড এ কাজ করতে চাও এটা মাথায় রেখে কোড শুরু করতে হবে।
০৫) রোবটের মত কাজ করার প্রয়োজন নেই। প্রথমে মনে রাখো যে তুমি একজন মানুষ, তারপর একজন প্রোগ্রামার।
০৬) অনেক সময় এমন হয় যে কোডিং করতে করতে তোমার সারাদিন চলে যায়। তুমি তোমার হাসি-কান্না সব ভুলে যাও। না! এমন হলে চলবে না।
০৭) তোমাকে হাসতে হবে, কাঁদতে হবে, বাকি যা কাজ আছে তাই করতে হবে। তাহলে প্রোগ্রামার হিসেবে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি গড়ে উঠবে। তুমি আরো ইফেক্টিভ ভাবে কাজ করতে পারবে।
০৮) নতুন নতুন প্রোগ্রামিং শুরু করলে সাথে আরেক জনকে নিয়ে শুরু করা ভালো। কেননা দুইজন যেহেতু এক সাথে শিখতেছো, সেহেতু এক জন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আরেক জন তা বুঝিয়ে দিতে পারবে।
০৯) প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে হবে। একটা দুইটা কোর্স করেই যে তুমি আরামে সারাজীবন কাজ করতে পারবে তা কিন্তু নয়। তাই তোমাকে 'মাস্টার লার্নার' হতে হবে।
১০) বড় কোনো প্রজেক্ট শেষে আশে-পাশে ঘুরে আসতে পারো। তাহলে পরের প্রজেক্ট এর জন্যে ভালো স্পিরিট পাবে।
১১) যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্যে googling করতে অভ্যস্ত হতে হবে। অন্যকে বিরক্ত করার চেয়ে google করে খুজে নেওয়া ভাল।
১২) প্রোগ্রামিং করতে যেয়ে অনেক প্যারা খেতে হবে। কিন্তু এর জন্যে গিভ-আপ করার চিন্তা মাথায় আনা যাবেনা।
১৩) মাঝে মাঝে সামান্য একটা Bug খুজে বের করে ফিক্স করতে করতে তোমার সারাদিন চলে যেতে পারে। এটার জন্যে মানসিক ভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
এই ধাপ গুলো অনুসরণ করে একজন প্রোগ্রামার হওয়া যায়।
Follow Us Google News