Tech Bangla
Public | 02-Jan-2024

ফ্রিল্যান্সিং করার সহজ উপায় কি?

ফ্রিল্যান্সিং করতে হলে যা যা করতে হবে সেই বিষয় গুলো তুলে ধরা যাক। ১. নিজের মাইন্ডসেট চ্যাঞ্জ করে ফেলতে হবে৷ ❝আমি পারবো না!❞ এই কথাটি ভুলে গিয়ে ❝আমাকে পারতেই হবে।❞ এটা মাথায় ঢুকাতে হবে। ২. ধৈর্য হারা হওয়া যাবে না৷ প্যাশেন্স অনেক বড় একটা ফ্যাক্টর এই সেক্টরে। যারা এটা নাই, তার এই সেক্টরে না আসাই ভালো। ৩. হাজার হাজার টাকা ইনকামের স্বপ্ন থাকতে হবে৷ তবে কখনো মুখে বলা যাবে না৷ কাজের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। এমন ভাবে কাজ গুলো প্রাক্টিস করতে হবে যেনো ক্লাইন্ট কিছু বলার সাথে সাথে আমরা করে দেখাতে পারি। ৪. আলসেমি ভাব থাকা যাবে না৷ আজ ভালো লাগছে না, কাল থেকে শুরু করবো। এই চিন্তা মাথার আশেপাশেও আনা যাবে না। ৫. অধ্যবসায় তথা বার বার চেষ্টার ইচ্ছে থাকতে হবে৷ না বুঝলে ❝এটা বুঝেই দেন অন্য টপিকে যাবো❞ এই মনোভাব থাকতে হবে। ৬. এই পয়েন্টটা আসলে শুরুতে থাকা উচিত ছিল। ❝স্রষ্টার ইবাদত করতেই হবে।❞ কারণ রিজিক যিনি দেন তিনি খুশি না থাকলে সারা দুনিয়া আপনার সামনে এনে দিলেও আপনি সেটা হজম করতে পারবেন না। এসব দিক যারা জয় করতে পারবে। ফ্রিল্যান্সিং-এ তারাই জয়ী হবে ইন-শা-আল্লাহ।
Follow Us Google News
View (18,969) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now