Public | 19-May-2023

একজন ভালো প্রোগ্রামার হওয়ার উপায়?

একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্যে যে বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো হল। যেকোনো একটা অবজেক্ট ওরিয়েন্টেড লাঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে। যেমন C++, Java, Python ইত্যাদি। (একটা ভালো করে শিখলে বাকিগুলো পরে দরকার পড়লে সহজেই শিখে ফেলা যাবে) ডাটা স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে অর্থাৎ কোন জায়গায় কোন ধরনের ডাটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে সেসব বিষয়ে ধারণা থাকতে হবে এবং খুব কমন ডাটা স্ট্রাকচার গুলো যেমন লিস্ট বা হ্যাশম্যাপ কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় তা জানতে হবে। অ্যালগরিদম এর উপর ভালো জ্ঞান থাকতে হবে। বিভিন্ন কমন অ্যালগরিদম গুলো জানতে বুঝতে ও অ্যাপ্লাই করতে শিখতে হবে। টাইম ও স্পেস কমপ্লেক্সিটি কি এবং কি কারণে এগুলো গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে এবং যেকোনো একটা প্রোগ্রাম এর টাইম ও স্পেস কমপ্লেক্সিটি বের করতে জানতে হবে। কনকারেন্ট প্রোগ্রামিং, থ্রেড, মিউটেক্স, সেমাফোর, রেস কন্ডিশন বুঝতে হবে। অপারেটিং সিস্টেম এর বিভিন্ন কনসেপ্ট যেমন স্কেজুলিং, ফাইল সিস্টেম সম্পর্কে ধারণা থাকতে হবে। লাস্ট বাট নট দা লিস্ট: problem solving ability (এটি যেকোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর core গুণাবলির একটি) সুতরাং এই ছিল একজন ভালো প্রোগ্রামার হওয়ার উপায়।
Follow Us Google News
View (8,955) | Like (3) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform