Public | 02-Jun-2024

মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত।

মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত।
দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরক খনি, মানব নির্মিত সব থেকে গভীরতম ও বৃহত্তম গর্ত।

আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় অন্তরীপের কিম্বারলিতে অবস্থিত কিম্বারলি হীরক খনিকে বলা হয় পৃথিবীতে মানুষের হাতে খোঁড়া গভীরতম এবং বৃহত্তম গর্ত। 

এই হিরের খনির ইতিহাস থেকে জানতে পারা যায় প্রায় ৫০ হাজারেরও বেশি শ্রমিক প্রাথমিকভাবে ২৪০ মিটার পর্যন্ত খনন করে কেবল গাইতি আর বেলচার সাহায্যে এবং এসময় তারা সেখান থেকে ৩ লাখ টনেরও অধিক মাটি অপসারণ করে। পরে অবশ্য জায়গাটি মাটি ও পাথরের ধ্বংসাবশেষ দ্বারা প্রায় ২৫ মিটার অংশ পুরোপুরি ভরাট হয়ে যায়। 

অবশিষ্ট ২১৫ মিটারের ৪০ মিটার জলে ভরে যাওয়ায় বর্তমানে দৃশ্যমান রয়েছে মাত্র ১৭৫ মিটার অংশ। সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত করার প্রচেষ্টা চালাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার কিম্বারলি ডায়মন্ড মাইন ‘দ্য বিগ হোল’ নামেও অধিক পরিচিত। ১৮৬৬ সালে এখানে প্রথমবারের মতো খনন কাজ শুরু হয় শেষ হয় ১৯১৪ সালে। একে মানুষের হাতে খোঁড়া বৃহত্তম গর্ত বলা হলেও এতে রয়েছে একাধিক বিতর্ক। ‘জ্যাগারসফন্টেইন’ নামে দক্ষিণ আফ্রিকারই অপর একটি খনি কে এই রেকর্ডের স্বীকৃতি দিয়ে থাকেন অনেক গবেষক। 

এই খনি থেকে প্রায় তিন হাজার কেজি হীরা উত্তোলন করার পর এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিম্বারলি, জ্যাগারসফন্টেইন কিংবা ব্লুমফন্টেইন বৃহত্তম হীরার খনি যেটিই হোক না কেন, প্রতিটি খনিই স্থানীয় মানুষের অবিশ্বাস্য পরিশ্রম এবং সাহসী পদক্ষেপের নিদর্শন হয়ে আছে।
Follow Us Google News
View (94,701) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform