Public | 25-Dec-2024

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!

পৃথিবীটা একটা মঞ্চ! আমরা সবাই অভিনেতা!
আমরা জীবনে একেকটা পর্যায় পার করে আসি, একটা সময় ছিল! জীবনের এত প্যাঁচ বুঝতাম না!সহজ সরল একটা মন নিয়ে চলতাম, চোখ বুজে সবাইকে বিশ্বাস করতাম! মনেপ্রাণে বিশ্বাস করতাম যে পৃথিবীর কেউ আমাকে ঠকাবে না!

জীবনে দুই-একবার ঠকে যাওয়ার পরেই ঐ পর্যায়টা শেষ হয় ... আমি ভাবতে শুরু করি, মানুষের মাঝে ভালোমন্দ আছে, সবাই ভালো না! পৃথিবীটাও অত সহজ না!

একটা পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল! একদম উজাড় করে ভালোবাসা যাকে বলে, অমন করে ভালোবাসতাম মানুষকে, লোকে বলতো...
ওটা বয়সের দোষ, ভাবতাম, ভালোবাসায় আবার দোষ কি? ভুল কি?

ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল, কখনো সময়টা ভুল! ঐ পর্যায়টাও কেটে গেলো ... তীব্র কষ্ট পেয়ে পেয়ে আবেগ কমতে থাকলো ... মনটা শক্ত হওয়া শুরু হলো! নিজেকে বুঝালাম, পৃথিবীটা আসলেও নরম মানুষের জন্য না!

ঠকে গিয়ে, ধাক্কা খেয়ে, ব্যর্থ হয়ে, ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম !!

এখন আর উজাড় করে ভালোবাসতে পারি না! প্রাণখোলা সেই হাসিটা আর আসে না! পৃথিবীটাকে পৃথিবীই ভাবতাম, যেদিন থেকে টের পেলাম,  পৃথিবীটা একটা মঞ্চ! সেদিন থেকে অভিনয় করা শিখে গেছি! সেই অভিনয় চলছে! কখনো হাসছি, কখনো কাঁদছি!

জীবনের একেকটা পর্যায়ে নিজের একেকটা অংশকে ফেলে রেখে আসার নামই বোধহয় বদলে যাওয়া ... যে মানুষটা যত বেশি মানুষের আসল রূপ চিনেছে, যত বেশি ভুল করেছে আর ধাক্কা খেয়েছে...
সে মানুষটা তত বেশি বদলে গিয়েছে...
নিজের অজান্তেই বদলে গিয়েছে!
Follow Us Google News
View (99,838) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform