যেভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে

কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একাই লড়াই করে করতে হয়! তার অনুপ্রেরণা হওয়া উচিত হিরো আলম। আমাদের দেশের তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণীর বইতে আজেবাজে গল্প ও মনগড়া কথা না লিখে হিরো আলম তথা আশরাফুল আলম এর জীবনযুদ্ধের গল্প লেখা উচিত। আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য হাসিঠাট্টা ট্রল করতে পারেন, কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখিছি, আমার অনুপ্রেরণাও বটে। কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই চালিয়ে নিজের স্বপ্নপূরণে লেগে থাকতে হয়। সেটা Hero Alom এর জীবন থেকে শিখতে পারেন। নিম্নবিত্ত পরিবারের টাকা-পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপহীন ছেলের জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লেগেছিলো, বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো। শিক্ষা জীবনের সমাপ্তিটা ক্লাশ থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকেসহ ঘর থেকে বের হয়ে নানার বাড়ী পাড়ী দিয়ে। তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিলো অনেক বড়ো। বলতে গেলে আকাশকুসুম কল্পনা। সিনেমায় অভিনয় করা। পরিচালকেরা তাড়িয়েছে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে হাজারো তিরস্কার সহ্য করে নায়ক হয়েছে, গায়ক হয়েছে, এমপি হওয়ার অনবরত চেষ্টা সফল হয়ে লড়েছে এবং আদালত প্রাঙ্গনে লড়াই করে এখনো টিকে আছে। পুঁথিগত বিদ্যা না থাকলেও মহামারী ও বিপদে আপদে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। নিজের স্বশিক্ষিত জ্ঞান দিয়ে গণমাধ্যমের উল্টো পাল্টা প্রশ্নের জবাব সুকৌশলের সাথে অনুপ্রেরণামূলক ভাবে উত্তর করেন।
View (1656)
Like (1)