আপনার জীবনে সফলতার পথে বাধার কারন
পৃথিবীতে শারীরিক যোগ্যতা ছাড়া অনেক বিখ্যাত কর্ম সাধন হয়েছে। কিংবা অসুস্থতা, দ্রারিদ্র্য, হতাশাও তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
পৃথিবীতে এমন অসংখ্য উদাহরণ আছে।
আজ দুইজনের ব্যক্তির কথা বলি।
মহাকবি হোমার ছিলেন অন্ধ। অথচ পৃথিবীর ক্লাসিক মহাকাব্য ইলিওড ও ওডিসি লেখায় তাঁর অন্ধত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
আপনার জীবনে সফলতার পথে বাধা কি?
চোখ দুইটা আছে তো আলহামদুলিল্লাহ।
মহাকবি জন মিল্টন হোমারের মতো জন্মান্ধ ছিলেন না। বিশেষ রোগে শেষ বয়সে অন্ধ হয়ে যান। অন্ধ অবস্থায় তিনি তাঁর কন্যাকে শ্রুতি লেখক বানিয়ে অর্থাৎ তিনি বলে বলে দিয়েছেন তাঁর কন্যা লিখেছেন।
এভাবেই তিনি রচনা করেন ইংরেজি সাহিত্যের কালজয়ী দুইটি মহাকাব্য প্যারাডাইজ লস্ট ও প্যারাডাইজ রিগেইন্ড!
তাঁর অন্ধত্বও তাঁর কাজে বা সৃষ্টিশীলতায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
আপনার জীবনে বাধা কি?
বেকারত্ব, দ্রারিদ্র্য, হতাশা, টাকার অভাব, ব্রেকাপ?
ঝেড়ে ফেলুন সব।
ঘুরে দাঁড়ান।
তাজা উদাহরণ দিচ্ছি।
আমার বন্ধু ঢাবিতে বিজ্ঞান বিভাগে কোটা ছাড়াই চান্স পায়। ৭৮২তম হয়।
এখন ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে নেত্রকোণা সরকারি কলেজে কর্মরত আছে।
সে জন্মান্ধ!
তার ফিজিক্যাল ডিজএবিলিটির দোহাই দিয়ে বসে থাকেনি।
সে তার চোখ ছাড়াই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমিও জিতবে!
তার সাথে অনেক স্মৃতি!
আপনি কি দিয়ে অজুহাত তৈরি করে মনকে বোঝাবেন যে আপনি ব্যর্থ?
দিন দিন আপনার ও আপনার মনের মধ্যে নিজের শক্তিকে জানার বিশাল দেয়াল তৈরি করছেন না তো?
পরিকল্পনা করুন। পরিশ্রম করুন। ভাগ্যকে পরিবর্তন করুন।
আপনি, আপনার নিজেকে একটু মনের আয়নায় দেখুন একটা সাহসী সিংহ লুকিয়ে আছে।
Follow Us Google News