বিশ্বের সবচেয়ে বড় দুর্ভোগ হবে এই প্লাস্টিক বর্জ্য
আল জাজিরার করা একটি প্রতিবেদন অনুযায়ী....
প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টনের প্লাস্টিক পণ্য উৎপাদন হয়। আর এই প্লাস্টিক বর্জ্যের বিশাল একটি অংশ প্রতি বছর মহাসাগরে গিয়ে পড়ে।
এই বর্জ্যের পরিমাণ প্রায় ৮০ লাখ থেকে ৯০ লাখ টন বলে অনুমান করা হয়। মহাসাগরের তলদেশে এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের পুরুত্ব যদি চ্যাপ্টা করে বিছিয়ে দেয়া যায়, তাহলে তা প্রায় ১১ হাজার স্কয়ার কিলোমিটার জায়গা ঢেকে ফেলতে পারবে যা প্রায় বাংলাদেশের সমান।
এই হারে জমতে থাকলে আগামী ৫০ বছরের মধ্যে মহাসাগরে প্লাস্টিক বর্জ্য এলাকার বিস্তৃতি সাড়ে ৫ লাখ স্কয়ার কিলোমিটারের চেয়েও বেশি গিয়ে ঠেকবে, যা ফ্রান্স, থাইল্যান্ড বা ইউক্রেনের মতো দেশের সমান হবে।
বিশ্ব পরিবেশ বিশেষজ্ঞদের মতে এভাবে অসচেতনের ফলে আগামী বিশ্বের সবচেয়ে বড় দুর্ভোগ হবে এই প্লাস্টিক বর্জ্য।
যা বহন করবে পৃথিবীতে থাকা প্রতিটি প্রাণী সেটা হোক জল কিংবা স্থলে।
Follow Us Google News