সাদা চামড়া কি সৌন্দর্যকে প্রকাশ করে?
সাদা চামড়া যদি সৌন্দর্যকে প্রকাশ করে!
তবে ধবল রোগী দেখলে এড়িয়ে যাও কেন?
কালো রং যদি এতোই কুৎসিত হয়!
তবে কালো চুলের মায়ায় কেন পড়ো?
মুখের দাগগুলোকে যদি তোমার জন্যে লুকোতে হয়!
তবে চোখের নিচের তিলটাকে ভালো কেন বাসো?
ওয়েস্টার্ন পোশাকের মেয়ে যদি এতোটাই ভালো লাগে!
তবে শাড়ি পরা মেয়ে দেখে মুগ্ধ কেন হও?
সাজগোজে যদি ভালো না লাগে!
তবে কপালের টিপ আর চোখের কাজল কেন ভালো লাগে?
চঞ্চলতা যদি ভালো লাগে!
তবে ভদ্রতা কেন খোঁজ করো?
বেসামাল ভালোবাসা যদি চাও!
পরিশেষে বেহায়া কেন বলো?
Follow Us Google News