কেউ যদি আমাকে পছন্দ করে, তা বুঝার উপায়!

কেউ যদি আমাকে পছন্দ করে, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে চোখ দেখে। আপনার দিকে যখন, সে তাকাবে তখন তার চোখ, আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে। আপনার সামনে আসলে তাকে অত্যধিক খুশি খুশি লাগবে। কখনো কখনো আপনাকে দেখে, একটি সরল হাসি দিবে। আপনার প্রতি তার আবেগ, উতলে উতলে পড়বে। আপনার উপস্থিতি তাকে পুলকিত এবং মোহিত করবে। আপনাকে দেখলে পছন্দের মানুষটি তার নিজের জীবন নিয়ে অধিক সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে, মনে হবে যেন আপনাকে স্পর্শ করতে চায়। কখনো কখনো আপনাকে দেখে, কিছুটা লজ্জা পাবে। আপনার দোষ-ত্রুটি তার চোখ এড়িয়ে যাবে। আপনাকে অন্ধভাবে বিশ্বাস এবং অনুকরণ করতে চাইবে। যেকোন বিষয়ে আপনার সাথে, নির্দ্বিধায় সহমত পোষণ করবে। আপনার উপর গোপন নজরদারি করবে। আপনাকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করার চেষ্টা করবে। তবে কখনো কখনো ধরা খেয়ে যাবে, আপনার চোখের কাছে। সামনা সামনি যখন কথা বলবেন, তখন বিষয়টি অত্যধিক স্পষ্ট হয়ে যাবে। অযথা এবং গায়ে পড়ে, আপনার উপকার করতে চাইবে। আপনার ব্যাপারে অধিক যত্নশীলতা এবং খুঁতখুঁতে মনোভাব পোষণ করবে। কখনো কখনো আপনার উপর মাত্রাতিরিক্ত রাগ দেখাতে পারে। সবচাইতে সহজ উপায় হচ্ছে, সামনা সামনি বসে তার সাথে চোখাচোখি করুন। আপনার পথচলা আরো বেশি মসৃণ, আরো বেশি গতিময় ও আরো বেশি আকর্ষণীয় করে তুলতে চাইবে।
View (2319)
Like (9)