Public | 21-Jan-2025

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!
শেষ জীবনে ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচনে। ২০০২ সালে প্রত্নতাত্ত্বিকরা দলবল নিয়ে হাজির হলেন আলেক্সান্ড্রিয়া থেকে ৫৫ কিলোমিটার দূরের ❝ত্যাপোসিরিস ম্যাগনা❞ এর ধ্বংসস্তূপে।

প্রথমেই নিরাশ হলেন তারা। ধ্বংসপ্রাপ্ত দুটি বিশাল আকারের পাথরের ব্লক(ওবেলিস্ক) ছাড়া সেখানে কিছুই দেখতে পেলেন না তারা। পাথরের ব্লকদুটি খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলেন। 

আবিষ্কার হলো বেশ কিছু হাইরোগ্লিফ এনকৃপশন। তবে সেগুলি কেমন যেন অদ্ভুত ধরণের। একটার সঙ্গে অন্যটার ধরণের কিছুটা ফারাক রয়েছে। সেগুলি পাঠোদ্ধার করতে লন্ডন থেকে উড়িয়ে নিয়ে আসা হলো বিশেষজ্ঞ ইজিপ্টোলজিস্টদের।

তারা প্রথমেই যা খেয়াল করলেন তা হলো একই রকম হাইরোগ্লিফ অক্ষরের কয়েকটি আলাদা রূপ। তাদের মনে পড়লো লন্ডন মিউজিয়ামে রাখা এক প্যাপিরাসের কথা, যা থেকে এই ত্যাপোসিরিস ম্যাগনা'র কথা প্রথম অনুমান করা গিয়েছিলো। প্যাপিরাস অনুযায়ী মন্দিরটি ষষ্ঠ টলেমি'এর সময়ে তৈরী।তারপর আরও বহু বছর কেটে গেছে ক্লিওপেট্রার শাসনকাল অবধি পৌঁছতে। হাইরোগ্লিফ অক্ষরেরও কিছু কিছু বিবর্তন ঘটেছে।

ইজিপ্টোলজিস্টদের অনুমান ছিল এই কারণেই হাইরোগ্লিফের আলাদা রূপ নজরে আসছে সেখানে।
পাথরের ব্লক (ওবেলিস্ক) দুটি প্রায় আইডেন্টিকাল।

একটিতে দেবী আইসিস এর সঙ্গে ষষ্ঠ টলেমি এর নাম পাওয়া গেলো। আর একটি চমকে দিলো ইজিপ্টোলজিস্টদের। তাতে দেবী আইসিস এর মুখের ছবি, আর ঠিক তার নিচে রহস্যময়ী রানী ক্লিওপেট্রার নাম খোদিত রয়েছে হাইরোগ্লিফ হরফে।

শুরু হলো বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ ধ্বংসস্তুপটির পরীক্ষা নিরীক্ষা। উপগ্রহ মারফত স্ক্যানিং করা হলো জায়গাটির। তার রিপোর্ট যখন হাতে পেলেন প্রত্নতাত্ত্বিকরা তখন তাদের চক্ষু চড়কগাছ। সম্পূর্ণ ধংসস্তুপটিতে মাটির নিচে রয়েছে কয়েকটি আন্ডারগ্রাউন্ড কম্পার্টমেন্ট। এটা ছিল এক যুগান্তকারী আবিষ্কার।

এরপর শুরু হলো মাটির নিচের কম্পার্টমেন্টে পৌঁছানোর রাস্তা খোঁজার বিভিন্ন প্রক্রিয়া। ঠিক তখনই প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেলেন একটি পাথরের ব্লক(ওবেলিস্ক)এর তলায় চাপা পরে থাকা এক অব্যর্থ প্রমান, যা থেকে তারা অনুমান করতে পারলেন ক্লিওপেট্রা লুকিয়ে রয়েছেন এই ধ্বংসস্তূপেরই মাটির তলায়। খুঁজে পেলেন দেবী আইসিস'এর মুখের আদলে তৈরী ক্লিওপেট্রার মূর্তি।

তবে এখনও অনেকটা পথ বাকি রয়েছে তাঁদের সামনে...
Follow Us Google News
View (97,405) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform