Bangla Caption
Public | 06-Feb-2025

জীবনে আসল পরিবর্তন কখনই আসে?

জীবনে আসল পরিবর্তন তখনই আসে, যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়, যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে। ❑ Explanation দেওয়া ছেড়ে দাও:প্রত্যেককে সবকিছু বুঝিয়ে বলার দরকার নেই। যা করছো তা যদি সঠিক মনে হয়, তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই। ❑ Expectation কমাও: অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো। আশা যত কম থাকবে, ততই শান্তি থাকবে। ❑ Hurt হলে হেসে বেরিয়ে আসো: কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয়, বরং পরিস্থিতি এড়িয়ে যাও। নিজেকে শান্ত রাখতে শিখো। ❑ অপমান হলে "It's OK" বলো: অপমান কখনো তোমার মান কমাতে পারে না। এটি তাদের চরিত্রের প্রতিফলন, তোমার নয়। ❑ সময়ের ওপর ভরসা রাখো: যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোল। ❑ Ego নয়, Self Respect:অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো। Self Respect তোমার ব্যক্তিত্বের আসল পরিচয়। ❑ নিজের জন্য বাঁচো: অন্যদের জন্য নয়, নিজের জন্য বাঁচতে শিখো। পরিস্থিতি যতই কঠিন হোক, এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে। কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা হবে সুন্দর। এই mindset শুধু তোমার জীবনকে সুন্দর করবে না, বরং তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। নিজেকে ভালোবাসো। নিজের উন্নতির জন্য কাজ করো। আর জীবনকে সেরা ভাবে উপভোগ করো। মনে রাখবেন আত্নবিশ্বাস যার নেই সে কখনোই সফল হতে পারবে না।পরিস্থিতি যাই হোক মনবল কখনো হারাবেন না।আত্নবিশ্বাসই আপনাকে শেষ মূহূর্তে আপনাকে সম্মানিত করবেন। কারণ আত্নবিশ্বাস আর আত্নসম্মান দুটোই একে অপরের পরিপূরক। এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকলে কেউ মাথা উঁচু করে আর যাইহোক বাঁচতে না। এটলিস্ট আমি মনে করি।?
Follow Us Google News
View (7,903) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now