Bangla Express
Public | 23-Mar-2025

তুরস্কের হারানের মৌচাক আকৃতির ঘর!

মানুষ সবসময় প্রকৃতির সাথে মানিয়ে চলেছে এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েছে। তুরস্কের হারানের মৌচাক আকৃতির ঘরগুলো এর অসাধারণ উদাহরণ। প্রায় ৩,০০০ বছর আগে এই ঘরগুলো তৈরি হয়। বর্তমানে বেশিরভাগই পর্যটকদের দেখার জন্য সংরক্ষিত রয়েছে। তবে এগুলো এখনো প্রাচীন জীবনের কথা মনে করিয়ে দেয়। হারান একসময় খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। এটি নিনেভেহ থেকে কারকেমিশ যাওয়ার পথের পাশে অবস্থিত ছিল। এই শহরের নাম বাইবেলেও উল্লেখ রয়েছে। প্রথমবার হারানের নাম পাওয়া যায় প্রায় খ্রিস্টপূর্ব ১০০০ সালে, যখন একজন ইবলাইট রাজকন্যা হারানের রানি হন। কিন্তু সময়ের সাথে শহরটি তার গুরুত্ব হারিয়ে ফেলেছে। আজ এটি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে একটি ছোট্ট গ্রাম মাত্র। এই ঘরগুলো ১৯৮০ সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছে। কাদামাটি ও ইট দিয়ে তৈরি এই ঘরগুলো গরমকালে ঠাণ্ডা এবং শীতকালে উষ্ণ থাকে। গোল আকৃতির হওয়ায় ঝড় ও প্রবল বৃষ্টির ধাক্কা সামলাতে পারে এগুলো। হারান গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই মৌচাক আকৃতির সারি সারি ঘর। পুরোপুরি কাদা বা মাটির ইট দিয়ে তৈরি এই ঘরগুলো ভিতরে ঠাণ্ডা রাখতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। উপরের গোল আকৃতির ছাদে থাকা ছোট ফাঁক দিয়ে গরম বাতাস বের হয়ে যায়, যা ঘরকে ঠাণ্ডা রাখে। এই নকশা শুধু হারানে নয়, আফ্রিকা ও স্কটল্যান্ডসহ বিশ্বের অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। এই ঘরগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো ভূমিকম্প, প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে টিকে থাকতে পারে। আর ঘর বড় করতে চাইলে কাছে নতুন একটি ঘর তৈরি করে মাঝখানে খিলান তৈরি করলেই হয়। #Harran #turkey #turkiye
Follow Us Google News
View (3,636) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now