Pori Moni
Public | 09-Apr-2023

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

শাহরুখ খান তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন... আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও বেডরুমে আমার স্ত্রী পোশাক পরিবর্তন করলে আমি নক করে ঢুকি। এমনকি সুহানার ঘরেও নক করে ঢুকি। একবার ভাবুন, পরস্পরের প্রতি শ্রদ্ধার জায়গাটা কোথায়? কত উপরে! আমাদের সমাজে বিয়ে হবার পর স্বামী তার স্ত্রীকে নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে। যখন যা ইচ্ছে তখন তাই করার চেষ্টা করে এবং করেও। আর পুরুষের এই জোর করাটা একটা সময় স্ত্রীর অভ্যাস হয়ে যায়।বলতে পারেন বাজে অভ্যাস। আমাদের এই সমাজ অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীর চিন্তাকে সম্মান করে না! স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দেয় না।সে যতই শিক্ষিত পরিবার হোক। সিস্টেম করে স্ত্রীকে দমিয়ে রাখবেই। এখন এর একটু ব্যতিক্রমও ঘটছে কিন্তু সেটা সামান্য। 'সেক্স' জিনিসটা একটা আর্ট। সুন্দরতম জিনিস।দু'জনের ইচ্ছাতেই যেটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সেটা ঘটে না। স্ত্রীকে হয়তো বাধ্য হয়ে মেনে নিতে হয়। এটাকে বলে ম্যারিটাল রেইপ।এটাও জঘন্যতম অপরাধ। অমিতাভ বচ্চন অভিনীত 'Pink' সিনেমার একটা ডায়ালগ খুব জনপ্রিয়।কথাটি হলো-'No means No'/না মানে না।'অর্থাৎ কেউ না বললে তাঁর না বলাটাকে সম্মান করতে হবে।তাঁকে জোর করা যাবে না,সে আপনার স্ত্রী হলেও।আপনার স্ত্রী আপনার সম্পত্তি না। আপনি এবং সে আলাদা দুইটা মানুষ, একেবারে আলাদা দুইটা জীবন। সুতরাং আপনি আপনার স্ত্রীর 'না' বলাটাকে সম্মান করুন। তাঁকে শ্রদ্ধা করুন এবং আপনিও আপনার সম্মান পাওয়ার জায়গাটা তৈরি করুন।
Follow Us Google News
View (4,126) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

+01828-684595

www.fewlook.com

Fewlook is a world wide social media platform

Install FewLook Android Application

PlayStore Free Download Available

Install Now