Public | 28-Sep-2023

সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত

সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।

০১) আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।

০২) রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।

০৩) রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন। 

০৪) মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।

০৫) আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

০৬) ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।

০৭) ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।

০৮) জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী।প্রত্যেক মহলে ৭০ হজার দরজা থাকবে।

০৯) ২০০০ রাকাআত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।

১০) যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন।(সুবহানআল্লাহ)

আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে জানার বুঝার এবং আমল করার তাওফিক দান করুক।আমিন-ইয়া রব।

[রেফারেন্সঃ রিয়াযুস স্বা-লিহীন হাদিস নম্বরঃ ১০১৭ সহীহুল বুখারীঃ ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ ১৪৬১ আহমাদঃ ১০৬৬৯ সহীহ আল জামি আস সগীরঃ ৬৪৭২]
Follow Us Google News
View (45,848) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform