Public | 07-Mar-2025

মুসলিম শব্দের অর্থ কি?

মুসলিম শব্দের অর্থ কি?
মুসলিম শব্দের অর্থ হলো “যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে”। এটি আরবি শব্দ “مسلم” (Muslim) থেকে এসেছে, যা “ইসলাম” (إسلام) শব্দের মূল থেকে উদ্ভূত, যার অর্থ আত্মসমর্পণ বা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার প্রতি নিবেদিত হওয়া।

একজন মুসলিম হলেন সেই ব্যক্তি, যিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন এবং মহানবী মুহাম্মাদ (ﷺ)-কে আল্লাহর সর্বশেষ রাসূল হিসেবে স্বীকার করেন।

আল-কুরআনে মুসলিম শব্দের সংজ্ঞা ও অর্থ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে মুসলিম হলো সেই ব্যক্তি, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে।

১. সূরা আলে ইমরান (৩:১৯)

إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُ ۗ
“নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম।”

???? (সূরা আলে ইমরান ৩:১৯)

২. সূরা আলে ইমরান (৩:৮৫)

وَمَن يَبْتَغِ غَيْرَ ٱلْإِسْلَٰمِ دِينًۭا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِى ٱلْـَٔاخِرَةِ مِنَ ٱلْخَٰسِرِينَ
“যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম খোঁজে, তা কখনোই গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।”

???? (সূরা আলে ইমরান ৩:৮৫)

৩. সূরা আল-বাকারাহ (২:১১২)

بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌۭ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
“বরং যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয়, তার জন্য তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।”

???? (সূরা আল-বাকারাহ ২:১১২)

৪. সূরা হাজ্জ (২২:৭৮)

هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَـٰذَا
“তিনি (আল্লাহ) পূর্বেও তোমাদের ‘মুসলিম’ নামকরণ করেছেন এবং এ কিতাবেও (কুরআনে) তাই করেছেন।”

???? (সূরা হাজ্জ ২২:৭৮)

সারসংক্ষেপ

???? মুসলিম সেই ব্যক্তি, যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে এবং ইসলামকে তার জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে।
???? আল্লাহই মুসলমানদের “মুসলিম” নাম দিয়েছেন, যারা তাঁর একত্ববাদে বিশ্বাস করে এবং তাঁর আদেশ পালন করে।
???? ইসলামই আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য ধর্ম এবং এর অনুসারীদের “মুসলিম” বলা হয়।

???? কুরআনের নির্দেশ অনুযায়ী মুসলিম হওয়া মানে:

✅ এক আল্লাহর উপাসনা করা
✅ নবী মুহাম্মাদ (ﷺ)-কে আল্লাহর শেষ রাসূল হিসেবে মানা।
✅ কুরআন ও সুন্নাহ অনুসারে জীবনযাপন করা, আল্লাহ আমাদের প্রকৃত মুসলিম হিসেবে কবুল করুন! আমিন!
Follow Us Google News
View (64,641) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform