Public | 04-May-2024

যে ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী!

যে ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী!
একসাথে ১০ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই ব্যক্তি !

ইনি হচ্ছেন একজন বিশ্ব রেকর্ডার স্কাই ডাইভার লুইগি ক্যানি। সব থেকে ছোট প্যারাসুট দিয়ে স্কাই ডাইভিং করার রেকর্ড আছে এনার ! 

এটিও কেউ যেন তার আরেকটি অনন্য বিশ্ব রেকর্ড! অ্যামাজন জঙ্গলে একসাথে প্রায় ২৭ টি প্রজাতির প্রায় ১০০ মিলিয়ন  গাছের বীজ বপন করার রেকর্ড ! 

বিমান থেকে লাফ দিয়ে স্কাই ডাইভিং করতে করতে। প্রায় ৩০০ কিলোমিটার জায়গা জুড়ে বীজ বপন করেছেন ইনি ! অ্যামাজন জঙ্গলের একটি প্রোজেক্টের আদলে মিশন হিসেবে এই কাজটি করেন তিনি ! 

এই ধরনের বিশ্ব রেকর্ড পৃথিবীর জন্য অত্যন্ত উপকারী। আমাদেরও উচিত এমন রেকর্ডের চেষ্টা করা, যে রেকর্ড পরিবেশকে বাঁচাবে আমাদের কে বাঁচাবে।
Follow Us Google News
View (91,444) | Like (2) | Comments (0)
Like Comment
Comment Box