কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা

কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিন্মে উপস্থাপন করা হল। ০১) মিথ্যা না বলা। ০২) হারাম না খাওয়া। ০৩) পর নিন্দা না করা। ০৪) নিজের হাত দেহ এবং কথার উপর নিয়ন্ত্রণ রাখা। ০৫) কখনো অহংকার না করা। ০৬) কাউকে কখনো হিংসা না করা। ০৭) যা দেখবে তা মনে রাখা। ০৮) প্রয়োজনে ছাড়া কথা না বলা। ০৯) দৃড়তা কিন্তু বিনয়ের সাথে বলা। ১০) ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করা। সুতরাং এই ছিল কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা।
View (1085)
Like (2)