FewLook.Com
Few Look
Active. Public.

এত পড়ালেখা করে কি লাভ প্রশ্ন রয়ে গেল

এত পড়ালেখা করে কি লাভ প্রশ্ন রয়ে গেল - FewLook
এত পড়ালেখা করে কি লাভ প্রশ্ন রয়ে গেল। যে দেশে ১৭ বছর পড়ালেখা করে, চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে হয়। 
অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।

তখন মনে প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর ওয়ার্কশপে কাজ শিখলেই ভালো হতো।

যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের দোহাই দিয়ে বিদায় করে দেয়।

সেখানেও প্রশ্ন আসে ১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো! কাড়ি কাড়ি
টাকা থাকতো !

এদেশে কি? সার্টিফিকেট আর ২টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ কি কোন পার্থক্য রয়েছে?

১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার টাকা বেতনে সকাল ৯টা থেকে রাত ৯টা
ডিউটির অফার আসে।

তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার বা গ্রেজুয়েট শব্দের দরকার কি?

সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও বেশী ইনকাম করা যায়। একেই কি উন্নত দেশ বলে? প্রশ্ন রইলো গেল?
Follow Us Google News
View (1582) Like (1)
Comment Box
Pori Moni
Active. Public.

মরুভূমি কাকে বলে?

স্যার: শান্তা বলতো মরুভূমি কাকে বলে?😊 শান্তা: যেখানে কোনো কিছু জন্মায় না তাকে মরুভূমি বলে। স্যার: আচ্ছা একটা উদাহ (Read More)

View (3643) Like (1)