রোজার নিয়ত

রোজার নিয়ত করা ফরজ। সেটা আপনি যেকোন ভাষায় করতে পারেন। রোজার জন্য মৌখিক নিয়ত করা জরুরি নয়। রোজার উদ্দেশ্যে সেহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে, আরবিতে না বললে অথবা মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না। তবে নিয়ত মুখে বলা মুস্তাহাব। কেউ যদি নিয়ত করে রোজা রাখতে চায়। তাহলে এভাবে নিয়ত করতে পারে। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে রোজা রাখছি। আর ইবাদতের সওয়াব নিয়তের ওপর নির্ভরশীল। হাদিস শরীফে আছে, সব আমল নিয়তের ওপর নির্ভরশীল।