Public | 12-Oct-2023

যে কারণে আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ

যে কারণে আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ
যে কারণে আল-আকসা মসজিদ গুরুত্বপূর্ণ তাই নিচে দেওয়া হল।❤️❤️

০১) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।
০২) অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।
০৩) অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।
০৪) কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।
০৫) এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।
০৬) এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।
০৭) এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।
০৮) মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।
০৯) ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।
১০) এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
১১) এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
১২) এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
১৩) এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা। 
১৪) এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। 
১৫) এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। 
(১৬) এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!! 
(১৭) এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

এই সব কারনে আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ।
Follow Us Google News
View (47,759) | Like (4) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform