বউ পাগল সন্তানকে এক মা প্রশ্ন

বউ পাগল সন্তানকে এক মা প্রশ্ন করছে? বাবা তোরে এতোদিন ধরে আমি লালন পালন করে বড় করলাম। জীবন, যৌবন তোর জন্য শেষ করলাম। আর আজকে তুই বউ পাইয়া, বউ তোর আপন হইয়া গেলো? এইবার ছেলে উত্তর দিছে মা! আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি জীবনে কত কষ্ট করলা। দশ মাস দশ দিন তুমি আমারে পেটে ধারন করলা। ঠিক মতো খাইতে পারো নাই। ঘুমাইতে পারো নাই। ঔষধ খাইছো, পরে পেট কাইটা আমাকে জন্ম দিয়েছো। তারপর দুইবছর বুকের দুধ পান করাইলা। প্রস্রাব পায়খানা পরিস্কার করলা। আমার বয়স যখন তিন চার বছর তারপর আমার মুখ থেকে মা ডাক শুনলা। শুধু মা ডাক শোনার জন্য তুমি এতো কষ্ট করছো। অথচ যে মেয়েটা তোমাকে চিনে না, জানেনা, তুমি শুধু আমার মা বলে সেও তোমাকে মা বলে ডাকে। যে মেয়েটা তোমাকে মা বলে ডাকলো, সে আমার আপন হবে না কেন মা! সেতো আমার কলিজায় থাকবে। মা বড় না বউ বড়? এমন প্রশ্ন কখনো কোন বিবেকবান মানুষ কাউকে করে না। সবাই-ই সবার স্থান থেকে সম্মান পাওয়ার যোগ্য।
View (3232)
Like (2)