Public | 20-Nov-2023

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতা বলতে কী বুঝ?
যোগ্যতার ৪টি উপাদান নিচে দেওয়া হল।

১। জ্ঞান  ২। দক্ষতা  ৩।মূল্যবোধ  ও ৪ দৃষ্টিভঙ্গি। 

১) জ্ঞান  :  গাড়ি চালানোর   নিয়ম কানুন জানা হলো জ্ঞান। 

২) দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা। 

৩) দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি। 

৪) মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ। 

যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।
Follow Us Google News
View (41,146) | Like (1) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform