বিল গেটস লাইনে দাঁড়িয়েছেন বার্গার কিনছে

বিল গেটস লাইনে দাঁড়িয়েছেন বার্গার কিনতে! সামনের ছেলেটার দিকে তাকান, বিন্দুমাত্র কৌতুহল নেই যে, তার পিছনে দুনিয়ার সেরা ধনী মানুষটা দাঁড়িয়ে আছে। অথচ আমাদের লোকাল নেতাগুলাে পাব্লিক টয়লেটের সিরিয়াল থেকে নিয়ে ট্রেনের টিকিট কাটা পর্যন্ত সব জায়গায় নিজেকে ভিআইপি পরিচয় দিয়ে গর্ববােধ করে এবং সমস্ত রকম সুবিধা ভোগ করে! এই থেকে অনেক কিছু শেখার আছে।