Public | 22-Mar-2025

তুমি ভাবছো, তোমার পরিকল্পনাগুলো কাজ করেনি?

সুনীতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর ভেবেছিলেন, মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যাচ্ছেন। শেষ পর্যন্ত তারা ২৮৬ দিন সেখানে থেকে গেছেন। তারা আক্ষরিক অর্থেই মহাকাশে আটকে পড়েছিলেন। ভাবো একবারঃ ☆ তুমি প্যাক করছো ছোট একটা সফরের জন্য, কিন্তু ফিরে আসতে সময় লাগছে প্রায় এক বছর। ☆ না আছে তাজা বাতাস, না আছে সত্যিকারের খাবার, না আছে বাইরে বের হওয়ার উপায়, শুধু এক অজানা শূন্যতায় অপেক্ষা। ☆ কবে (বা আদৌ) ফিরে আসতে পারবে, সেই প্রশ্নেরও কোনও পরিষ্কার উত্তর নেই। আর আমরা কী করি? ১০ মিনিটের জ্যামেই বিরক্ত হয়ে যাই। কোনও ডিল কয়েকদিন বা কয়েক মাস দেরি হলে হতাশ হয়ে যাই। একটা রিজেকশন ইমেইলেই হাল ছেড়ে দিতে চাই। তারা তাদের অবস্থার উপর কোনো নিয়ন্ত্রণই রাখেননি। ফেরার ফ্লাইট বুক করে চলে আসার উপায়ও ছিল না। তাদের মেনে নিতে, মানিয়ে নিতে, ধৈর্য রাখতে, আর প্রক্রিয়ার উপর ভরসা রাখতে হয়েছে—২৮৬ দিনের অনিশ্চয়তার মধ্যে। আর তারাই পেরেছে। এটা যদি ধৈর্য, সহনশীলতা আর সমস্যা মোকাবেলার সবচেয়ে বড় শিক্ষা না হয়! তাহলে আর কী হতে পারে? এই কিংবদন্তিদের স্যালুট, তারা শুধু টিকে থাকেনি, ইতিহাস গড়েছে। তাই যখনই জীবনে কিছু অপ্রত্যাশিত দেরি হয়, মনে রেখোঃ- কমপক্ষে আমরা মহাকাশে আটকে নেই। জীবন বারবার বাঁক নেবে। তোমার পরিকল্পনা ভেস্তে যাবে। সময় লাগবে ভাবনার চেয়েও অনেক বেশি। কিন্তু যদি এই নভোচারীরা ৮ দিনের বদলে ৯ মাস মহাকাশে কাটিয়ে বেঁচে ফিরতে পারে, তবে তুমিও নিশ্চয়ই জীবন নামক যাত্রায় কিছু বাঁক সামলাতে পারবে।
Follow Us Google News
View (56,300) | Like (0) | Comments (0)
Like Comment
Comment Box
Sponsor

For Ads

www.fewlook.com

Call Now

+01828-684595

Monthly 3,000/= TK Only For Banner Ads

Fewlook is a world wide social media platform