হতাশ হবেন না, সফলতা ঠিক আসবে!
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৬ টা বাজে,
লন্ডনে তখন রাত ১২ টা।
সময়ের হিসেবে লন্ডন,
ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে।
এতে কিন্তু প্রমাণ হয় না যে,
লন্ডন ঢাকার থেকে পিছিয়ে!
পৃথিবীর সবকিছু আপন গতিতে,
এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে।
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে,
মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল।
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে,
সন্তান জন্ম দিয়েছেন!
মনে হতেই পারে,
পরিচিতদের মধ্যে আপনার থেকে
কেউ অনেক এগিয়ে আছে।
আবার কেউ আছে,
আপনার থেকে অনেক পিছিয়ে।
কিন্তু এটা আপনার ভুল ধারনা।
প্রত্যেকেই তার নিজ নিজ সময়ে এবং গতিতে আছেন।
আপনি এগিয়েও নেই!
এবং পিছিয়েও নেই!
আপনার পথ আপনার,
অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে,
পরিশ্রম করে যান।
💝ইনশাআল্লাহ💝
একদিন সফল হবেন......!
Follow Us Google News