মানুষের সাথে কথার মাধ্যমে বন্ধুত্ব যেভাবে করবেন!
সরাসরি প্রশংসা করুন।
কিছুক্ষণ পর পর,
তার নাম ধরে সম্বোধন করুন।
হাসি খুশি এবং আত্মবিশ্বাসের
সাথে কথা বলুন।
চোখে চোখ রেখে কথা বলুন।
সকল ধরনের লজ্জা
পরিহার করুন।
যার সাথে কথা বলবেন,
তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন।
তাকে কোন কিছু
খাওয়ার জন্য অফার করুন।
তার মনস্তত্ব বুঝে
সে অনুযায়ী কথা বলুন।
তার আবেগকে কাজে লাগান।
তার আবেগের প্রতি
সহানুভূতিশীল হয়ে কথা বলুন।
সাজিয়ে গুছিয়ে কথা বলুন।
নিজেকে অত্যন্ত পরিপাটি
এবং গোছালো রাখুন।
গায়ে পারফিউম বা সুগন্ধি মাখুন।
কেউ মাত্রাতিরিক্ত
সাজুগুজু করতে চাইলেও
কোন অসুবিধা নেই।
Follow Us Google News